ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে হারিয়ে আবারও জয়ে ফিরলো চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ২০:২০, ৬ মার্চ ২০২১

মুক্তিযোদ্ধাকে হারিয়ে আবারও জয়ে ফিরলো চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ একদিকে পয়েন্ট টেবিলের প্রায় মাঝামাঝি অবন্থানে থাকা চট্টগ্রাম আবাহনী লিমিটেড। অন্যদিকে পয়েন্ট টেবিলের নিচের সারির তিনটি দলের একটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে জিতবে কে-এমন প্রেডিকশন করতে বললে বেশিরভাগ ফুটবলবোদ্ধাই নিশ্চয়ই বন্দরনগরীর দলটাকেই বেছে নেবেন। হ্যাঁ, তাদের ধারণাই ঠিক হয়েছে শনিবার। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দিনের একমাত্র খেলায় ব্লু পাইরেটস্ খ্যাত চট্টগ্রাম আবাহনীই জয় কুড়িয়ে নিয়েছে। তবে অনেক ঘাম ঝরিয়ে এসেছে সেই জয়। দুইবারের লিগ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধাকে তারা হারিয়েছে ১-০ গোলে। এই জয়ে এক ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরলো একবারের লিগ রানার্সআপ (২০১৬) চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনীর একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন ব্রিজলারা। নিজেদের ১২তম ম্যাচে এটা চট্টলা আবাহনীর পঞ্চম জয়। ১৯ পয়েন্ট নিয়ে আগের মতোই পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে আছে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা দ্য রেডস খ্যাত মুক্তিযোদ্ধার সপ্তম হার। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। তারা আছে ১১তম স্থানে (১৩ দলের মধ্যে)। এই হারে অবনমনের ঝুঁকিটা তাদের ওপর আরও বেশি করে চেপে বসলো। ৭৭ মিনিটে গোলের দেখা পায় চট্টগ্রাম আবাহনী। বা প্রান্ত থেকে কাউসার আলী রাব্বির বাড়িয়ে দেয়া বল ডান প্রান্ত থেকে পোস্ট লক্ষ্য করে হেড করেন রাকিব। বল গায়ে লাগে মুক্তিযোদ্ধার সাজনের, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। বল পেয়ে প্রায় ফাঁকা পোস্টে ডান পায়ের দারুণ শটে বল জালে পাঠান চট্টলার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন ব্রিজলারা (১-০)। আর এই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর।
×