ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯৯৯ নম্বরে কল করে উখিয়ার অপহৃত কলেজ ছাত্রকে ঢাকা থেকে উদ্ধার

প্রকাশিত: ১৮:৫৬, ৬ মার্চ ২০২১

৯৯৯ নম্বরে কল করে উখিয়ার অপহৃত কলেজ ছাত্রকে ঢাকা থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসপাড়ার কলেজ ছাত্র আবদুল আজিজকে অপহরণের পর অবশেষে রাজধানী ঢাকা থেকে উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কলেজ ছাত্র আবদুল আজিজ নিজ দোকানের মাল ক্রয়ের পর মরিচ্যা বাজার থেকে রুমঁখা বটতলীস্থ দোকানে আসার জন্য সিএনজিতে উঠে। পূর্ব পরিকল্পিতভাবে মাস্ক পরা দুই ব্যক্তি ওই সিএনজিতে উঠা মাত্র মেডিসিন স্প্রে প্রয়োগে তাকে অজ্ঞান করে ফেলে। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ করে দেয়া হয়। সারাদিন দোকান বন্ধ থাকায় আবদুল আজিজের পরিবারের সন্দেহ হলে পরিচিত সব জায়গায় ও আত্নীয়-স্বজনদের কাছে খোঁজ নিতে থাকে। তার খোঁজ না পেয়ে রাতে আজিজের মা আনোয়ারা বেগম উখিয়া থানায় নিখোঁজ ডায়রী করেন। এদিকে ভোররাতে আবদুল আজিজের মোবাইল ফোন চালু হওয়া মাত্র কল করলে সে নিজেকে একটা অন্ধকার জায়গায় আবিস্কার করেন এবং যেখানে চারপাশে কয়েকটা ফ্লাইওভার এবং সাইনবোর্ড দেখে নিশ্চিত হন সেটি রাজধানীর যাত্রাবাড়ি বাসস্টান্ড। পরে পরিবারের সদস্যরা ৯৯৯ কল করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে। পরিবারের সদস্যরা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে শনিবার বাড়িতে নিয়ে আসেন।
×