ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোল উৎসব করে জয় সাইফ ও রহমতগঞ্জের

প্রকাশিত: ২০:১১, ৫ মার্চ ২০২১

গোল উৎসব করে জয় সাইফ ও রহমতগঞ্জের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোল উৎসব করে জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও সাইফ স্পোটিং ক্লাব লিমিটেড। শুক্রবার বিকেলে (৫ মার্চ) নিজ নিজ ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে দল দু’টি। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে হওয়া ম্যাচে রহমতগঞ্জ ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আরামবাগ ক্রীড়া সংঘকে। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন মেহেবুব হাসান নয়ন। একটি করে গোল করেন নিহাত জামান উচ্ছ্বাস ও কিরগিজস্তানের ফরোয়ার্ড খোরশেদ বেকনাজারভে। আরামবাগের হয়ে সান্তনার একমাত্র গোলটি করেন ক্রিস রেমি। এই জয়ে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে রহমতগগঞ্জ। সমান ম্যাচে আরামবাগের ভান্ডারে মাত্র ১ পয়েন্ট। তারা আছে সবার তলানী অর্থাৎ ১৩ নম্বরে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিমিটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সাইফ স্পোটিং। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন বিদেশী জন ওকোলি। একটি করে গোল করেন ইয়াসিন আরাফাত ও ক্যানেথ ইকেছুক। এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে সাইফ। মাত্র ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ব্রাদার্স। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলমান লীগের দ্বিতীয় দ্রুততম গোল করেছেন সাইফের ইয়াসিন আরাফাত। এর আগে এবারের লীগে দ্রুততম গোলটি হয়েছিল মুক্তিযোদ্ধা-রহমতগঞ্জের ম্যাচে। মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মাহাদুদ হোসেন ফাহিম মাত্র ২৩ সেকেন্ডে গোলটি করেছিলেন। আজ ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচের ৩০ সেকেন্ডে গোল করে সাইফকে এগিয়ে নেন ইয়াসিন আরাফাত।
×