ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে করোনায় প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ১৮:০৫, ৫ মার্চ ২০২১

মির্জাপুরে করোনায় প্রধান শিক্ষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ করোনায় আক্রান্ত হয়ে মাসুদুর রহমান (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে তার ছেলে তৌহিদুর রহমান সজীব জানিয়েছেন। পারিবারিক সূত্র জানায়, মাসুদুর রহমান স্ট্রোকে আক্রান্ত হলে ৫ ফেব্রুয়ারি তাকে ঢাকার আগার গাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার দেহে করোনা শনাক্ত হলে পরদিন তাকে কুর্মিটোলা হাসপাতালে করোনা বিভাগে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ২৭ ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা ও কার্ডিও রেসপাইরেটরী ফেইলুর হয়ে তিনি মারা যান বলে শুক্রবার বিকেলে মাসুদুর রহমানের ছেলে তৌহিদুর রহমান সজীব জানিয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটায় রশিদ দেওহাটা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
×