ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোস্ট গার্ডের অভিযানে একটি জীবিত হরিণসহ শিকারী আটক

প্রকাশিত: ১৫:১২, ৫ মার্চ ২০২১

কোস্ট গার্ডের অভিযানে একটি জীবিত হরিণসহ শিকারী আটক

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানাধীন লাউডোব ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফাঁদসহ সুন্দরবনের একটি জীবিত হরিণ ও একজন হরিণ শিকারীকে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ অভিযান চলোনো হয়। আটককৃত হরিণ শিকারীর নাম মোঃ শাকিল সরদার (১৯)। দাকোপ থানার ভোজনখালী গ্রামের ইমাদুল সরদারের পুত্র সে। জব্দকৃত হরিণ এবং আটককৃত হরিণ শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড সূত্র জানায়। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী শিকার রোধসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
×