ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেশিরভাগ কোম্পানির দর কমলেও সূচক বেড়েছে

প্রকাশিত: ০১:৪৯, ৫ মার্চ ২০২১

বেশিরভাগ কোম্পানির দর কমলেও সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। ব্যাংক, বীমা খাতের দরবৃদ্ধি ঘটলেও আর্থিক প্রতিষ্ঠানের নেতিবাচক প্রবণতা অব্যাহত ছিল। সূচক বাড়লেও দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, আর্থিক খাতের দর কমলেও ব্যাংক ও বীমা খাতের লভ্যাংশ ঘোষণার সময় ঘনিয়ে আসায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তবে কিছুদিন পর ওষুধ খাতের কয়েকটি কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। যার কারণে মোট লেনদেনের ১৬ দশমিক ১১ ভাগ দখল করেছে কোম্পানিটি। বেক্সিমকোর দর কমলেও খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল বিবিধ খাত। তবে বীমা খাতটি দীর্ঘদিন পরে লেনদেনের তৃতীয় অবস্থানে চলে এসেছে। এই দিনে মোট লেনদেনের প্রায় ১১ শতাংশ দখল করেছে খাতটি। এর আগে বুধবারে মোট লেনদেনের ৫ শতাংশ দখল করেছে। আগের দিনের ধারাবাহিকতা থেকে বের হয়ে এসে শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। ফলে প্রথম ৫ মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ২৫ পয়েন্টে বেড়ে যায়। প্রথম ঘণ্টার লেনদেন শেষ হতেই বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়, এরপরও লেনদেনের শেষ পর্যন্ত সূচকের এই উর্ধমুখী ধারা অব্যাহত থাকে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৫ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর বিপরীতে দর কমেছে ১৫০টির। আর ১০৭টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্য সূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৫৪ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৬৮ কোটি ৩০ লাখ টাকা। ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৮৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির ৫৩ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৭৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৫০ প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির দাম।
×