ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌকা থেকে ৮০ জনকে সমুদ্রে ফেলে দিল পাচারকারীরা, ২০ জনের মৃত্যু

প্রকাশিত: ০০:৫৫, ৫ মার্চ ২০২১

নৌকা থেকে ৮০ জনকে সমুদ্রে ফেলে দিল পাচারকারীরা, ২০ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্বের প্রায় সব দেশের সীমান্ত বন্ধ থাকলেও থামেনি অবৈধ অভিবাসন। আফ্রিকার বহু মানুষ এখনও মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে গিয়ে ভাগ্য বদলের আশায় রওনা দিচ্ছেন বেআইনী পথে। এ কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ অভিবাসনপ্রত্যাশী। খবর ডেইলি সাবাহর। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনগামী একটি নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে গেলে সেখান থেকে ৮০ জনকে ছুড়ে ফেলে পাচারকারীরা। এতে অন্তত ২০ জন মারা গেছেন। বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে শিশুসহ অন্তত ২০০ অভিবাসনপ্রত্যাশী উঠেছিলেন। তখন পাচারকারীরা অতিরিক্ত লোক হয়ে গেছে বলে চিৎকার করতে থাকে। আইওএম জানিয়েছে, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া লোকদের জিবুতিতে চিকিৎসা দেয়া হচ্ছে। এসব অভিবাসনপ্রত্যাশী কোন্ দেশের নাগরিক, তা এখনও নিশ্চিত নয়। তবে আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা সাধারণত ‘হর্ন অব আফ্রিকা’ বলে খ্যাত এলাকাগুলো থেকে রওনা দিয়ে প্রথমে ইয়েমেনে প্রবেশ করেন। পরে সেখান থেকে মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোতে ঢোকার চেষ্টা করেন।
×