ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ২৩:৫৪, ৫ মার্চ ২০২১

কবিতা

কন্যাকে লেখা পৃথিবীর ক্ষুদ্রতম চিঠি মোহাম্মদ নূরুল হক বাবা তো ক্রন্দনরত পাহাড়ের নাম গোপন রক্তক্ষরণে ক্রমাগত ক্ষয় হয়ে জীবনের আয়ু অন্তহীন তৃষ্ণা বুকে নিয়ে জেগে থাকে সাহারা-সাহারা! বিগত নহর স্মৃতি ভেসে ওঠে যদি বুকে তবু মরুতৃষ্ণা-চোখ ছল-ছল দূর মেঘে ছেয়ে গেলে হৃদয় সাগর একটি তারার বাতি কেন জ্বলে ওঠে? মিথ্যে সব মায়া-স্নেহ-অথবা সঙ্গত কোনো এক ঝড় ওঠে সমুদ্রে-প্রান্তরে নবীন নাবিক একা পারে না দাঁড়াতে শক্ত হাতে ধরে তবু ছোট্ট বৈঠাখানি জীবনের ঘাটে ঘাটে ভেড়াতে সাম্পান দুচোখে জ্বলন্ত সূর্য-দুচোখে আগুন মগজে তুফান তুলে দুরন্ত দুপুর শূন্য আকাশকে ডাকে নদীর অতলে হাঙরে-কুমিরে চলে সমস্ত বিরোধ ত্রস্ত মাছেরা পালায় ভূতলে-পাতালে? হয়তো না, হয়তো হ্যাঁ। অথবা সঙ্গত কোনো কারণ ছাড়াই- নিভে আসে পশ্চিমের জোনাকির আলো। মানুষের ইতিহাসে বেঁচে থাকে লালমাছিগুলো। বাম চোখে তারা জ্বেলে স্বপ্ন আঁকে যারা যারা গায় পৃথিবীর চিরায়ত গান যারা শোনে রাত্রির নিঃশ্বাস তারা জানে পৃথিবীর তিনভাগ জলে মিশে আছে দশভাগ বাবার হৃদয়! ** হারিয়ে ফেলা স্বরূপ মারুফ আহমেদ নয়ন মুগ্ধ হবার ক্ষমতা কমে যাচ্ছে। অপচয়ের দিনগুলো বুকের ভেতর নড়ে উঠছে শাল-তমালের বন। দুলে উঠছে চল্লিশ হাজার রুপালি পর্দার রাত। তখন তুমি স্নান সেরে ভেজা চুলে বারান্দায় দাঁড়িয়ে আছো। তোমাকে দেখতে পাচ্ছি না, অসম্পূর্ণ অন্ধকারে ছেয়ে যাচ্ছে আকাশ। নিজের থেকে ছায়া পালিয়ে গেছে। একটি করাত তাকে কেটে দু-খণ্ড করে ফেলছে। তর্ক করছি যেন কার সঙ্গে। কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। চারদিকে গড়িয়ে যাচ্ছে অজস্র কমলালেবু। তাদের দুঃখবোধ আমাকে বলছে, কোন কিছুর শেষ না হওয়া প্রকৃতপক্ষে ভাল। হয়ত তা তোমার দর্শন প্রাপ্তি। আমার হারিয়ে ফেলা স্বরূপ। ** আমার ঠিকানা বিউটি দাশ শুধু তোমার জন্যই পাঠালাম আমার ঠিকানা, আসতে বিলম্বে হৃদয় বন্যায় ভেঙ্গো না। পাহাড়ি নদীর মধ্যবর্তী ঝর্ণার ধারায়, প্রকৃতির রূপ বাহারি বিচিত্র সিংহাসনে বসাব তোমায়। তোমারই জন্য চির সাজানো অনন্ত প্রেম রূপে, ঝর্ণার কলধারা থেকে পাখিদের গানে। দু’পাশে বাহারি ফুলের পাপড়ি ঝরার অপেক্ষায় আছে শুধুই তুমি আমার ঠিকানায় আসবে বলে। গান্ধারের অপ্সরারা থাকবে নদীর জলে প্রেম নৃত্যে, তুমি বসবে ঝর্ণার ধারায় প্রেমের বিচিত্র এক সিংহাসনে। ঝর্ণার জলধারায় সাথে ঝরবে... প্রকৃতির সুভাষিত পুষ্প তোমার অঙ্গে মোহিত করবে মৎস্যপরী জল পদ্মের সাথে লাল নীল রূপে। নন্দন কাননের স্থলপদ্ম পারিজাত পুষ্প থাকবে তোমার হাতে, শুধু তুমি আসবে বলে।
×