ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০৫ রানেই অলআউট ইংল্যান্ড

প্রকাশিত: ২৩:৪৫, ৫ মার্চ ২০২১

২০৫ রানেই অলআউট ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আহমেদাবাদ টেস্টে দাপট দেখাচ্ছেন বোলাররা। বোলারদের দাপুটে পারফর্মেন্সের সৌজন্যে চতুর্থ ম্যাচেও প্রথমদিনেই অলআউট ইংল্যান্ড। আকসার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজের দারুণ বোলিংয়ে মাত্র ২০৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন বেন স্টোকস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে লরেন্সের ব্যাট থেকে। আর এই অল্প রানেই ইংলিশদের গুটিয়ে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আকসার প্যাটেল। ২৬ ওভার বল করে মাত্র ৬৮ রানের বিনিময়েই প্রতিপক্ষের মূল্যবান ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া অশ্বিন ৩টি এবং ২টি উইকেট লাভ করেন মোহাম্মদ সিরাজ। তবে ব্যাট হাতে ভারতও খুব ভাল সূচনা করতে পারেনি। কেননা শুবমান গিলকে হারিয়ে বৃহস্পতিবার তারা দিন শেষ করেছে ২৪ রান তুলে। যার ফলে ইংল্যান্ডের চেয়ে এখনও ১৮১ রানে পিছিয়ে রয়েছে বিরাট কোহলির দল। আগের টেস্টের চেয়ে আহমেদাবাদের এই উইকেট ছিল একটু আলাদা। সামান্য ঘাস আছে। সুইং পেয়েছেন পেসাররা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে টার্ন পেয়েছেন স্পিনাররা। টস জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। সফরকারীদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্রলি আর ডম সিবলিকে বিদায় করেন আকসার। বাঁহাতি এই স্পিনারের বল টার্ন হবে ভেবে ব্যাট চালান সিবলি, কিন্তু সোজা বল ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ক্রলি আউট হন অনেকটা নিজের দায়ে। উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে মিড-অফে সিরাজের হাতে ক্যাচ দেন তিনি। রুটও টিকতে পারেননি বেশিক্ষণ। সিরাজের ইনসুইংয়ে এলবিডব্লিউ হয়ে ৯ রানে ফিরে যান ইংলিশ অধিনায়ক। ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। এরপর বেয়ারস্টো আর বেন স্টোকসের ব্যাটে এগোতে থাকে সফরকারীরা। লাঞ্চের পর চতুর্থ ওভারে ফিরেন বেয়ারস্টো। তাকে এলবিডব্লিউ করে ৪৮ রানের জুটি ভাঙ্গেন সিরাজ। অলি পোপকে নিয়ে আস্থার সঙ্গে খেলছিলেন বেন স্টোকস। আকসারকে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে ১১৪ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর বড় করতে পারেননি ইনিংস। ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি (৫৫)। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি পোপ। তাকে ফেরানোর পর বেন ফোকসকে দ্রুত বিদায় করেন অশ্বিন। এক ওভারে জোড়া শিকার ধরেন আকসার। লরেন্সকে বিদায় করার পর দ্রুত থামান ডম বেসকে। ইংল্যান্ড শেষ ৪ উইকেট হারায় ৩৯ রানে। এদিকে দিনের শেষদিকে ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলেই হোঁচট খায় ভারত। জেমস এ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হয়ে যান গিল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি স্বাগতিকদের এই উদ্বোধনী ব্যাটসম্যান। এ্যান্ডারসন ৫ ওভার বল করে ১ উইকেট নিলেও বিনিময়ে কোন রান দেননি।
×