ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আলিফের ত্রিমুকুট, আর্মি আরচারি ক্লাব চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২৩:৪৪, ৫ মার্চ ২০২১

আলিফের ত্রিমুকুট, আর্মি আরচারি ক্লাব চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় আরচারিতে চমকের নাম বিকেএসপির আবদুর রহমান আলিফ। দেশসেরা আরচার রোমান সানাকে ছাপিয়ে গেছেন তিনি। রোমান সানা যেখানে একটি ব্রোঞ্জপদক জিতেছেন, সেখানে রিকার্ভের তিনটি ইভেন্টেই স্বর্ণপদক জিতে নিয়েছেন আলিফ। বৃহস্পতিবার কক্সবাজারে শেষ হওয়া টুর্নামেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব পাঁচটি স্বর্ণ ও দু’টি রুপা জিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিকেএসপি তিনটি স্বর্ণ এবং দু’টি করে রুপা ও ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে। রিকার্ভ বিভাগের পুরুষ এককে আরিফ ৭-৩ সেট পয়েন্টে পুলিশের হাকিম আহমেদ রুবেলকে, নারী এককে আর্মি আরচারি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা ৬-০ সেটে নাজমিন খাতুনকে, পুরুষ দলগত বিকেএসপির আবদুর রহমান আলিফ ও প্রদীপ্ত চাকমা ৬-২ সেটে ঢাকা জেলার আফজাল হোসেন, সাগর ইসলাম ও মিশাদ প্রধানকে, নারী দলগত ঢাকা আর্মি আরচারি ক্লাবের মেহেনাজ আক্তার মনিরা, নাসরিন আক্তার ও রাবেয়া আক্তার ৫-৪ সেটে বিকেএসপির দিয়া সিদ্দিকী, ফাহমিদা সুলতানা নিশা ও উম্যা চিং মার্মাকে এবং মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপির আবদুর রহমান আলিফ ও দিয়া সিদ্দিকী ৫-৪ সেটে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের মোহাম্মদ তামিমুল ইসলাম ও বিউটি রায়কে হারিয়ে স্বর্ণপদক জেতেন। তৃতীয় বিভাগ ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় বিভাগ ফুটবল লীগে কষ্টার্জিত জয় কুড়িয়ে নিয়েছে মুসলিম ইনস্টিটিউট। বৃহস্পতিবার প্রথম ম্যাচে তারা দিপালী যুব সংঘকে ৩-২ গোলে হারায়। অপর ম্যাচে টাঙ্গাইল ফুটবল একাডেমি ২-২ গোলে ড্র করে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের সঙ্গে। টাঙ্গাইলের শাহিন খান এবং হামিদুল হক, অন্যদিকে নারিন্দার জয় কুমার এবং তানিন সরকার ১টি করে গোল করেন।
×