ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে একাডেমি করতে চায় দলটি

মুস্তাফিজকে পাওয়ার আশায় রাজস্থান

প্রকাশিত: ২৩:৪৪, ৫ মার্চ ২০২১

মুস্তাফিজকে পাওয়ার আশায় রাজস্থান

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট না খেলে ইনডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলবেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান বলে দিয়েছেন, তার কাছে দেশ আগে। দেশের হয়ে খেলা সবকিছুর আগে। তবে রাজস্থান রয়্যালস আশাবাদী তারা মুস্তাফিজকে আইপিএলে খেলায় পেতে চায়। বৃহস্পতিবার হঠাৎ করেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন আইপিএলের দল রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা। মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে আসেন। দুপুরে মিরপুর স্টেডিয়ামের মাঠ ও অন্যান্য সুবিধাদি ঘুরে দেখেন তারা। বাংলাদেশে তারা ক্রিকেট একাডেমি করতে চায়। ১ কোটি রুপীতে মুস্তাফিজকে কেনা রাজস্থান রয়্যালসের চেয়ারপার্সন রণজিৎ বারঠাকুর জানালেন, ‘আমি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান হওয়াতে গর্ববোধ করি। আমি নাফিসকে (নাফিস ইকবাল) নিয়েছি, মুস্তাফিজকে নিয়েছি। আশাকরি সে আমাদের হয়ে খেলবে যদিও তার দেশের দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস।’ রাজস্থানের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের প্রধান কারণ বাংলাদেশের মাটিতে ‘রয়্যাল একাডেমি’ বানাতে চায় এই ফ্র্যাঞ্চাইজিটি। মূলত বাংলাদেশ জেলা এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সমন্বয়ে ক্রিকেটার তৈরি করতে চায় বলেও জানান রাজস্থান রয়্যালসের এই চেয়ারপার্সন। তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা একটি একাডেমি করতে চাই। যার নাম হবে রয়্যাল একাডেমি।’
×