ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নয়নশীল দেশ গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান ইউজিসির

প্রকাশিত: ২৩:৩৪, ৫ মার্চ ২০২১

বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নয়নশীল দেশ গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে (ডিসি) উত্তরণে অনেক চ্যালেঞ্জ রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় জোরালো ভূমিকা রাখতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও এপিএএমএস (সফটওয়্যার) বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাপনী বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য দেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। প্রফেসর ড. তাহের বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণে কী কী করণীয় তার আলোকে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঢেলে সাজাতে হবে। পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও লক্ষ্য পূরণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি।
×