ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী করোনার টিকা নিলেন

প্রকাশিত: ২২:৫৭, ৫ মার্চ ২০২১

প্রধানমন্ত্রী করোনার টিকা নিলেন

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী টিকা নেয়ার সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাও ক’দিন আগেই করোনার টিকা নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বৃহস্পতিবার জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলেই টিকা নিয়েছেন। উনি ভাল আছেন।’ এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানান এবং গত শনিবার দেশে আরও তিন কোটি ডোজ টিকা আনার নির্দেশনা দেন। করোনার টিকা নিলেও সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনার টিকা দেয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি দেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী নিজেই সেদিন কর্মসূচী উদ্বোধন করেন। দেশে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান। এ পর্যন্ত ৫ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন। প্রসঙ্গত, গত ৫ নবেম্বর বাংলাদেশ সরকার অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকার তৈরি এবং ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ডের ৩ কোটি ডোজ টিকা আনার বিষয়ে চুক্তি করে। দেশে এ টিকা সরবরাহ করছে বেক্সিমকো ফার্মা। ইতোমধ্যে দুই দফায় কোভিশিল্ডের ৭০ লাখ টিকা দেশে এসেছে, সঙ্গে এসেছে ভারত সরকারের উপহার দেয়া আরও ২০ লাখ টিকা।
×