ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চেক ডিজঅনারের মামলা ॥ সিনহা স্পিনিংয়ের চেয়ারম্যান ও পরিচালকের নামে পরোয়ানা

প্রকাশিত: ১৮:৪৪, ৪ মার্চ ২০২১

চেক ডিজঅনারের মামলা ॥ সিনহা স্পিনিংয়ের চেয়ারম্যান ও পরিচালকের নামে পরোয়ানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চেক ডিজঅনারের মামলায় এবি ব্যাংকের গ্রাহক সিনহা স্পিনিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিসুর রহমান সিনহা ও প্রতিষ্ঠানটির পরিচালক আরিফুর রহমান সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত বুধবার গুলশান থানার এসআই মাসুম বিল্লাহ, ফেরদৌস এবং ফারুক গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সিনহা স্পিনিং লিমিটেডের চেয়ারম্যান-এমডি ও পরিচালকের বাসায় অভিযানে গেলে আসামিদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, ওপেক্স-সিনহা গ্রুপভুক্ত তিনটি প্রতিষ্ঠানের নামে এবি ব্যাংকে প্রায় ৭০ কোটি টাকা ঋণ রয়েছে। ওই ঋণ পরিশোধ না করায় গত ২২ ফেব্রুয়ারি ওই দুই ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এই টাকা আদায়ে গত বছরের ২৫ অক্টোবর সিনহা স্পিনিং লিমিটেডের চেয়ারম্যান-এমডি আনিসুর রহমান সিনহা এবং পরিচালক আরিফুর রহমান সিনহার নামে আইনি নোটিস প্রদান করে এবি ব্যাংক। একই সঙ্গে টাকা আদায়ে গত বছরের ১ ডিসেম্বর হস্তান্তরযোগ্য দলিল আইনের আওতায় চেক ডিজঅনারের ফৌজদারি মামলা করে এবি ব্যাংক। ওই মামলায় ওই ব্যক্তিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সর্বশেষ তথ্যমতে, ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এবি ব্যাংকে সিনহা স্পিনিং লিমিটেডের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬৩ কোটি ৬৪ লাখ টাকা। ###
×