ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চারদফা দাবিতে জনকণ্ঠের সাংবাদিক কর্মচারীদের সমাবেশ

প্রকাশিত: ১৮:৩০, ৪ মার্চ ২০২১

চারদফা দাবিতে জনকণ্ঠের সাংবাদিক কর্মচারীদের সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ চারদফা দাবিতে সমাবেশ করেছে জনকণ্ঠ ইউনিট ও দৈনিক জনকণ্ঠ সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার জনকণ্ঠ ভবনের তৃতীয় তলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে মালিকপক্ষের কাছে উত্থাপিত দাবি সমূহের মধ্যে রয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে প্রায় ছয় বছর ধরে বন্ধ থাকা প্রমোশন, ইনক্রিমেন্ট নিশ্চিত করে সংবাদকর্মীদের চিঠি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সকল সাংবাদিক কর্মচারীদের অষ্টম ওয়েজবোর্ডের আওতায় আনতে হবে। এছাড়া কাউকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা যাবে না। দৈনিক জনকণ্ঠ সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউনিট চীফ রাজন ভট্টচার্য, পলাশ দাস, বিভাষ বাড়ৈ, রশিদ মামুন, নিখিল মানকিন, মোরসালিন মিজান, তাপস মজুমদার, মিথুন আশরাফ, গাফফার খান চৌধুরী, শাহিন রহমান, এম শাজাহান, উজ্জলুর রহমান, হাসানুজ্জামান তরুণ, তৌফিক অপু, রেজা নওফল হায়দার, সাজু আহমেদ, রফিকুল ইসলাম রাজু, গোলাম মোস্তফা সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।
×