ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ জন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থান

প্রকাশিত: ১৪:৩০, ৪ মার্চ ২০২১

৩০ জন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মুজিববর্ষে ভিক্ষুক পুণঃর্বাসণ কর্মসূচীর আওতায় জেলার আগৈলঝাড়া উপজেলার ৩০জন ভিক্ষুককে ১৫লাখ টাকা ব্যয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিতদের পুণঃর্বাসণ ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৩০জন ভিক্ষুককে ৫০হাজার টাকা করে অর্থ সহায়তার মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের জন্য গাভী, অটো ভ্যান, ছাগল, ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সমাজসেবা অফিসার সুশান্ত বালা প্রমুখ।
×