ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে আরো দু'টি ইটভাঁটি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ১৩:৪৫, ৪ মার্চ ২০২১

ফটিকছড়িতে আরো দু'টি ইটভাঁটি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ উপজেলার তৃতীয় দফা অভিযান চালিয়ে আরো দু'টি ইটভাঁটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাইন্দং ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। চলমান মৌসুমে ইট প্রস্তুতের দাবি দিয়ে জেলা ইটভাঁটি মালিক সমিতির সিদ্ধান্তক্রমে চার দিন ধরে ইট বিক্রি বন্ধ করে রেখেছে। বুধবারের অভিযানে সেকান্দার মিয়ার এসএন্ডবি ব্রিক্স, নাজিম উদ্দিন শাহিনের একতা ব্রিক্সের চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত নাজিরহাট পৌরসভায় গেল ১৭ ফেব্রুয়ারি ভেঙ্গে দেয়া হালদা ব্রিক্সে বাংলা চিমনি বসিয়ে ইট পোড়ানোর খবর পেয়ে অভিযান চালিয়ে ইটভাঁটি আবারও ভেঙ্গে দেয়। অভিযানে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বিজিবি ও পুলিশ সদস্যরা। ইতিমধ্যে, বিজ্ঞ আদালতের নির্দেশে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে হাটহাজারী ও ফটিকছড়িতে ৯ টি ইটভাঁটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং অর্থদণ্ড করা হয়। এদিকে, চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতির আহবায়ক ও ফটিকছড়ি পৈারসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন জানান, সরকার ও বিজ্ঞ আদালতকে সন্মান প্রদর্শন করে ইটভাটা আরো ২ মাস চালু রাখার বিষয়ে আর্জি পেশ করেন। তিনি আরো বলেন মৌসুমের মাঝপথে ভাটা বন্ধ করা হলে মালিকদেরকে কোটি কোটি টাকা লোকসান গুণতে হবে। তাঁরা আগামী মৌসুম থেকে সরকারী বিধি মোতাবেক ইট প্রস্তুত করার বিষয়ে ঐক্যমত হয়ে সরকার ও আদালতের কাছে সময় প্রার্থনা করেন। ইটভাটা গুলোতে অনির্দিষ্টকালের জন্য ইট বিক্রি বন্ধ করে দেয়াতে সরকারী ও বেসরকারি উন্নয়নমূলক সব কাজ বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
×