ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০১:২৪, ৪ মার্চ ২০২১

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ৩ মার্চ ॥ ভালুকা উপজেলার বহুরী গ্রামে প্রভিটা ফিসফিডের সেফটিক ট্যাঙ্কে পড়ে বুধবার বিকেলে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, ওই গ্রামে প্রভিটা ফিসফিডের সেপটিক ট্যাঙ্কের ওপরে খেলা করার সময় মিলের ইঞ্জিনিয়ার সজল কুমার বাচ্চির ৩ বছরের ছেলে রুহিত ঢাকনা ভেঙ্গে ভেতরে পড়ে যায়। এ সময় রুহিতকে বাঁচাতে তার মা শ্রীমতি রুহুলী (৩০) সেপটিক ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়ে তলিয়ে যায়। এ দৃশ্য দেখে পাশে কর্মরত প্রভিটা গ্রুপের শ্রমিক হৃদয় হাসান (৩০) মা-ছেলেকে উদ্ধার করতে গিয়ে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ভালুকা মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রভিটার প্রডাকশন ইনচার্জ রিফাত জানান রুহিতের বাবা সজল কুমার বাচ্চির বাড়ি সিরাজগঞ্জ জেলায় ও হৃদয় ঠাকুরগাঁও জেলার মনু মিয়ার ছেলে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, রুহিতের বাবা প্রভিটা গ্রুপের ইঞ্জিনিয়ার। তারা কোয়ার্টারে থাকতেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
×