ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা আদায়ের দাবিতে অফিস ঘেরাও

প্রকাশিত: ২৩:৩৬, ৪ মার্চ ২০২১

পাওনা টাকা আদায়ের দাবিতে অফিস ঘেরাও

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে শিশুভাতা, অসহায় মানুষের ঘর করে দেয়া এবং বয়স্ক মহিলাদের সাহায্যের নামে ৫০০ জনের কাছ থেকে ৪২ লাখ টাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে। সেই পাওনা টাকা আদায়ের দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও বেসরকারী উন্নয়ন সংস্থা রিলেশনের অফিস ঘেরাও করেছেন ভুক্তভোগীরা। তারা অভিযোগ করে বলেন, সরকারী বিভিন্ন সেবামূলক কার্যক্রমের কথা বলে ২০১৮ সালের ৫ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ নবেম্বর পর্যন্ত ৫টি গ্রুপের ৫০০ জনের কাছ থেকে এই টাকা গ্রহণ করা হয়।
×