ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ২৩:৩৫, ৪ মার্চ ২০২১

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ফুলতলা উপজেলা সদরের কাছাকাছি খুলনা-যশোর সড়কে দ্রুতগামী ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন সাথী বেগম (২৫) নামে এক নারী। আহত হয়েছেন তার স্বামী মোঃ আশরাফুল মল্লিক। তাদের বাড়ি দামোদর নতুনহাট এলাকায়। ঘটনাটি বুধবার দুপুর দুইটার দিকে ঘটেছে। জানা গেছে, ফুলতলা উপজেলা সদরের কাছে একটি বেসরকারী ক্লিনিকের সামনে ভ্যান থেকে নেমে ওই দুই ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। এ সময়ে যশোর থেকে আসা খুলণাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে সাথী বেগম মারা যান। তার স্বামী ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে গেছে। এদিকে ভোর রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি অত্রিক্রম করতে গিয়ে নিহত হয়েছেন ট্রাকের হেলপার জিসান (১৮)। নিহত জিসান সাতক্ষীরার বরজাবাটকা এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে। নেত্রকোনায় শিশুসহ ২ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা থেকে জানান, জেলায় মঙ্গলবার রাতে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে পূর্বধলা উপজেলার খারছাইল গ্রামের নূরুল হকের মেয়ে তানিয়া আক্তার (৯) ও খালিয়াজুরী উপজেলার বলরামপুর গ্রামের প্রফুল্ল দেবনাথের ছেলে পরিতোষ দেবনাথ (৪৫)। জানা গেছে, রাত আটটার দিকে তানিয়া আক্তার (৯) তার বাবার জন্য আতকাপাড়া বাজারে রাতের খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় আতকাপাড়া এলাকায় শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ ওই সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ থাকে। পুলিশী হস্তক্ষেপে রাত ১০টার পর থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে খালিয়াজুরী উপজেলার বলরামপুর গ্রামের পরিতোষ দেবনাথ মঙ্গলবার রাত ন’টার দিকে বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন। এ সময় একটি লড়ি সাতগাঁও এলাকায় তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান। চুয়াডাঙ্গায় চালক নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা থেকে জানান, আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুহাটের কাছে মাটি বেঝায় দ্রুতগতির ট্রাক্টর দুর্ঘটনাকবলিত হয়ে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালক রাশেদুল ইসলাম (২৭)। নিহত চালক রাশেদুল ইসলাম দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের সকেরপাড়ার বাসিন্দা মাদার মণ্ডলের ছেলে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ভালুকায় বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার কলেজ গেট এলাকায় বুধবার সকালে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান রুবেল (৩৫) নিহত ও তার শিশু সন্তান লিয়াম (১০) আহত হয়েছেন। জানা যায়, ‘ঘটনার সময় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ভান্ডাব গ্রামের বাসিন্দা স্থানীয় স্কয়ার ফ্যাশনের শ্রমিক মনিরুজ্জামান রুবেল তার শিশু সন্তান লিয়ামকে নিয়ে গ্রামের বাড়ি ত্রিশালের রাগামারা থেকে মোটরসাইকেল দিয়ে বাসায় ফিরছিলেন।
×