ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত-ইংল্যান্ড সিরিজ ফয়সালার দ্বৈরথ

প্রকাশিত: ২৩:২৯, ৪ মার্চ ২০২১

ভারত-ইংল্যান্ড সিরিজ ফয়সালার দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার ॥ আলোচনায় আহমেদাবাদে বিশ্বের সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ। যেখানে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেই মাত্র ১২ ঘণ্টায় ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে বিরাট কোহলির দল। স্পিনারদের বলে অস্বাভাবিক টার্ন, ঘুরছে চরকির মতো, এমন পিচে কি আদৌ ক্রিকেট হতে পারে? অনেক প্রশ্ন ও সমালোচনার রেশ না ফুরোতেই আজ থেকে শুরু হচ্ছে চতুর্থ ও শেষ টেস্ট। অনেক সমীকরণের ম্যাচ। ড্র করলেই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজল্যান্ডের সঙ্গী হবে ভারত, জিতলে তো কথাই নেই। তবে কোহলির দল হেরে গেলে ফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া। এগিয়ে গিয়েও ড্রয়ে শেষ করতে হবে সিরিজ। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়। ইংল্যান্ড অধিনায়ক জো রুট অবশ্য বলেছেন অস্ট্রেলিয়াকে ফাইনালে তোলার জন্য নয়, জয়ের জন্যই মাঠে নামবে তার দল, ‘এই ম্যাচ জিতে আমরা সিরিজ ড্র রাখতে চাই। দুর্ভাগ্য যে এখন আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার সুযোগ নেই। আমাদের মধ্যে সাহসী ক্রিকেট খেলার সব রকম রসদ রয়েছে। তাই আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করব। তবে বেশি আগ্রাসী মনোভাব নিয়ে স্লগ খেলব না। আমাদের ভয় পেলে চলবে না, ভারতকে অস্বস্তিতে ফেলতে হবে।’ ব্যাটসম্যান রুট দুঃস্মৃতির ওই টেস্টে বল হাতে ৫ উইকেট নিলেও স্পিন আক্রমণে সতীর্থ ডম বেসের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন না। আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ফোকসের ধারণা পিচ আগের মতোই স্পিন-সহায়ক হবে এবং এই জন্য তারা মোটেও ভীত নয়, ভারতকে মোকাবেলায় প্রস্তুত। চেন্নাইয়ে ২২৭ রানের বড় জয়ে সফর করা রুটের দল সেখানেই দ্বিতীয় ম্যাচে হারে ৩১৭ রানে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় আহমেদাবাদের অদ্ভুতুড়ে তৃতীয় টেস্ট। যেখানে ৪৮.৪ ওভারে ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ৫৩.২ ওভারে ১৪৫ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় ইনিংসে ৩০.৪ ওভারে ইংলিশরা গুটিয়ে যায় মাত্র ৮১ রানে। এরপর ৭.৪ ওভারে প্রয়োজনী ৪৯ রান তুলে দ্বিতীয় দিনেই স্বাগতিক ভারতের জয় ১০ উইকেটে! দুই দল মিলে খেলে ১৪০.২ ওভার অর্থাৎ ৮৪২ বল। ১৩৫ বছর পর এত কম বলে ফল দেখে টেস্ট ক্রিকেট। ফের মাঠে নামার আগে স্লো পিচে স্পিনারদের অবিশ্বাস্য টার্ন নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন কোহলি। ভারত অধিনায়ক বলেন, ‘একটা প্রশ্নের জবাব দিতে পারবেন? বিপক্ষ দল পাঁচদিন পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যেতে পারে সেই ভাবে খেলব? না জেতার জন্য শুরু থেকে ঝাঁপিয়ে পড়ব? আমাদের কোনটা করা উচিত? দেশে ও বিদেশে আমাদের দলের সাফল্যের সবচেয়ে বড় কারণ হলো পিচ নিয়ে বাড়তি আলোচনা করি না। কিংবা কেমন পিচ হওয়া উচিত সেটা নিয়ে কাউকে বাধা দিতে যাই না। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিজেদের খেলার উন্নতি করার চেষ্টা করে যাই।’ ২০১৯ সালের পর থেকে কোহলির ব্যাটে সেঞ্চুরির দেখা নেই। আর একটিমাত্র সেঞ্চুরি হলেই ‘অধিনায়ক’ হিসেবে রিকি পন্টিংকে (৪১টি) পেছনে ফেলে রেকর্ড ৪২টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হবেন ভারতীয় সুপারস্টার। পেসার জাসপ্রিত বুমরাহ ছুটি নেয়ায় একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ উমেশ যাদব, স্পিনে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে কুলদীপ যাদব। অন্যদিকে ইংল্যান্ড দল থাকতে পারে অপরিবর্তিত।
×