ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিএসইর-৫০ সূচক সমন্বয়

প্রকাশিত: ২৩:০৪, ৪ মার্চ ২০২১

সিএসইর-৫০ সূচক সমন্বয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফর্মেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে ও নতুন ৩টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ৩টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। এটি কার্যকরী হবে ২১ মার্চ ২০২১ থেকে। নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্য একমি ল্যাবরেটরিজ লিঃ এবং ব্যাংক এশিয়া লিমিটেড। ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- আরএকে সিরামিক (বাংলাদেশ) লিঃ, ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ। এখানে উল্লেখযোগ্য যে, সিএসই-৫০ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৫৪.৮৬ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৬০.৫৯ ভাগ এবং সকল নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত) দৈনিক গড় লেনদেন হলো ৪৭.৬৯ ভাগ।
×