ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭৮তম গোল্ডেন গ্লোব এ্যাওয়াড

সেরা সিনেমা নোমাডল্যান্ড

প্রকাশিত: ২২:৪১, ৪ মার্চ ২০২১

সেরা সিনেমা নোমাডল্যান্ড

গত সোমবার ক্যালিফোর্নিয়ার লস এ্যাঞ্জেলসের বেভারলি হিলসে বসেছিল বিশ্ব চলচ্চিত্রের অন্যতম নামজাদা এই চলচ্চিত্র পুরস্কারের আসর। অস্কারের পর এই এ্যাওয়ার্ডের দিকে সারা দুনিয়ার অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা থেকে শুরু করে সিনেপ্রেমীরা তাকিয়ে থাকে। ‘মা রেনি’স ব্ল্যাক বটম’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চ্যাডউইক। তাঁর হয়ে পুরস্কার নিলেন স্ত্রী টেলর সিমোন লেডওয়ার্ড। গত বছর ২৮ আগস্ট ক্যান্সারে মৃত্যু হয় চ্যাডউইকের। এ বারের গোল্ডেন গ্লোব ভার্চুয়াল-লাইভ মিলিয়ে হয়েছে। প্রতিযোগীরা সকলেই অনলাইনে তাঁদের পুরস্কারের প্রাপ্তি স্বীকার করেছেন। নিউইয়র্ক এবং লস এ্যাঞ্জেলেস্ দু’জায়গা থেকে অনুষ্ঠান সঞ্চালনা করা হচ্ছিল। টিনা ফে এবং এমি পোলার ছিলেন সঞ্চালনার দায়িত্বে। সেরা ছবি (ড্রামা) পেয়েছে ‘নোমাডল্যান্ড’। এই ছবির পরিচালক ক্লোয়ি জিও পেয়েছেন সেরা পরিচালকের শিরোপা। মিউজিক্যাল ও কমেডি বিভাগের জন্য সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘বোরাট সাবসিকুয়েন্ট মুভিফিল্ম’। সাশারই আর একটি ছবি ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ পেয়েছে সেরা স্ক্রিনপ্লে-র পুরস্কার। ড্রামা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সাস বিলি হলিডে)। মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা অভিনেত্রী রোজামুন্ড পাইক (আই কেয়ার আ লট)। সেরা বিদেশী ছবির শিরোপা পেল ‘মিনারি’, যা আদতে কোরিয়ান-আমেরিকান ড্রামা। সেরা এ্যানিমেটেড ছবি নির্বাচিত হয়েছে ‘সোল’। ডেভিড ফিঞ্চারের ‘ম্যাঙ্ক’ ছ’টি বিভাগে মনোনীত হলেও, একটিও পুরস্কার পায়নি। জেন ফন্ডাকে দেওয়া হলো সিসিল বি. ডি’মাইল সম্মান। নর্মান লিয়ার পেলেন ক্যারল ব্রুনেট সম্মান। টেলিভিশন ক্যাটিগরিতে একচেটিয়া দাপট দেখিয়েছে ‘দ্য ক্রাউন’। সেরা ড্রামা, অভিনেতা, অভিনেত্রী, সহ-অভিনেত্রীর পুরস্কার গিয়েছে ‘দ্য ক্রাউন’-এর ঝুলিতেই। এমা করিন এবং জশ ও’কনরের মতো নতুন শিল্পীদের কাছে এটি বড় প্রাপ্তি। সেরা মিউজিক্যাল-কমেডি হয়েছে ‘শিট্স ক্রিক’। সেরা লিমিটেড সিরিজ পেয়েছে ‘দ্য কুইনস গ্যামবিট’। এই সিরিজের জন্য লিমিটেড সিরিজ বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন আনা টেলর জয়। আনন্দকণ্ঠ প্রতিবেদক
×