ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোঃ আবদিম মুনিব

নদীর পাঁজরে আঘাত

প্রকাশিত: ২২:২৩, ৪ মার্চ ২০২১

নদীর পাঁজরে আঘাত

নদীমাতৃক দেশ বাংলাদেশ। জালের মতো ছড়িয়ে যাচ্ছে হাজারো নদ-নদী, খাল-বিল দেশের বিভিন্ন প্রান্তে। নদী তীরের নির্মল বায়ুু আমাদের প্রাণে দোলা দিয়ে যায়। পাল তোলা নৌকা নদীর সৌন্দর্য বাড়িয়ে দেয়। নদী তার চিরচেনা সৌরভ ছড়ায়। কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই নদীর এই আবহমান কাল থেকে চলে আসা তার নিজস্ব চলা হারিয়ে ফেলছে। আমাদের মানবসৃষ্ট সঙ্কটের কারণে। আজ বাংলার অনেক নদী মরে গেছে। ভূমিখেকো লোকজন তাদের স্বার্থ হাসিলের জন্য মরিয়া হয়ে নদী দখলে লিপ্ত। অবৈধভাবে তাঁরা নদী থেকে বালু তুলে নদীর পাড় গড়ে তুলছে স্থাপনা। যা নদীর জন্য হুমকিস্বরূপ। প্রচলিত আইন কানুনের তোয়াক্কা না করে তাঁরা নদী দখল করেই যাচ্ছে। কেউবা আবার নদীর পাড়ে ইট ভাটা তৈরি করছে। যা নদীর গতিপথকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই নদীর তীরের উচ্ছেদ অভিযান চালিয়েছে। বিআইডব্লিউটিএ নদী রক্ষায় কাজ করে যাচ্ছেন। রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদী আজ চরম হুমকির মুখে। জিরো টলারেন্স নীতি চালু করতে হবে। চারপাশে কলকারখানা এই নদীকে ঘিরে। তবে এখন সীমানা পিলার স্থাপন করা হয়েছে। পদ্মা, মেঘনা, যমুনাসহ অনেক নদীর পাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। নদী রক্ষায় এসকল স্থাপনা সরাতে হবে। সকলের আন্তরিক চেষ্টায় নদী দখল থেকে রক্ষা পাবে নদী। কুষ্টিয়া থেকে
×