ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ

প্রকাশিত: ২২:১১, ৪ মার্চ ২০২১

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মঈনউদ্দীন আব্দুল্লাহকে চেয়ারম্যান ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মোঃ জহুরুল হককে দুদকের কমিশনার করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। মঈনউদ্দীন আব্দুল্লাহ দুদক চেয়ারম্যান পদে ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে। আর কমিশনের অপর সদস্য সাবেক জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানের মেয়াদ ২০২৩ সালের জুলাই পর্যন্ত রয়েছে। আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ থাকে পাঁচ বছর। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। সুত্র জানায়, দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ ২০১৮ সালের আগস্ট মাসে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসরে যাওয়ার পর ২০১৯ সালের জুলাই মাসে রাষ্ট্রায়ত্ত উন্নয়ন সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান। ১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করা আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগ দেন। মঈন আব্দুল্লাহ সরকারী চাকরিতে দীর্ঘ কর্মজীবনে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অপরদিকে মোঃ জহুরুল হক ছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুদক চেয়ারম্যান পদে মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের একজন বিচারকের পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন। আর কমিশনার মোঃ জহুরুল হকের পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা হবে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান।
×