ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে একই সাথে দুই বোনের আত্মহত্যা

প্রকাশিত: ২০:০৫, ৩ মার্চ ২০২১

বাগেরহাটে একই সাথে দুই বোনের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারীতে একই সাথে বিষ পানে আত্মহত্যা করেছে আপন দুই চাচাতো বোন। উপজেলার কলাতলা ইউনিয়নের কাননচক গ্রামে মঙ্গলবার রাতে বৃষ্টি বেগম(১৯) ও প্রীতি বেগম(১৯) নামের দুই চাচাতো বোন বিষ পান করেন। পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত তাদের গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করে। বুধবার ভোরে তারা চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। গোপালগঞ্জ থানা পুলিশ দুই বোনের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, চিতলমারী সদর ইউনিয়নের আড়–য়াবর্ণী গ্রামের শামিম এর স্ত্রী বৃষ্টি বেগম ও যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী প্রীতি বেগম (১৮) তাদের পিতার বাড়ি উপজেলার কানন চক গ্রামে বেড়াতে আসেন। মঙ্গলবার গভীর রাতে তারা দু’জন প্রীতি বেগমের পিতা আ: খানের ঘরের মধ্যে বিষপান করে। পরিবারের লোক টের পেয়ে ওই রাতেই তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তিকরে, বুধবার ভোররাতে চিকিৎসা ধিন অবস্থায় তারা মৃত্যু বরন করেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক জানান তারা দু’জন আপন চাচাতো বোন আবার বান্ধবীর মতো চলা ফেরা করে। তবে কি কারণে তারা বিষপান করে আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানা জায়নি। তবে আত্মহত্যার রহস্য উৎঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে। গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনালের হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে দুই বোন মারা যান। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্ত শেষে দুপুরে উভয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিষপানের কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
×