ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার ইশতেহারের কোনো অঙ্গীকারই আওয়ামী লীগ সরকার পূরণ করেনি : ফখরুল

প্রকাশিত: ১৯:৫০, ৩ মার্চ ২০২১

স্বাধীনতার ইশতেহারের কোনো অঙ্গীকারই আওয়ামী লীগ সরকার পূরণ করেনি : ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপি শেষ লড়াই করবে বলে জানিয়েছেন দলের নেতারা। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৯৭১ সালের ৩ মার্চ ছাত্র সমাজের স্বাধীনতার ইশতেহার পাঠ স্মরণে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা এ কথা জানান। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ইশতেহারের কোনো অঙ্গীকারই আওয়ামী লীগ সরকার পূরণ করেনি। ফখরুল বলেন, দেশে আজ একটা ভিন্ন মোড়কে একদলীয় শাসনব্যবস্থা চালু রাখা হয়েছে। এ অবস্থার অবসানে সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সভার মধ্য দিয়ে আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশপ্রেমিক প্রতিষ্ঠানকে আহবান জানাতে চাই, আসুন ১৯৭১ সালে আমরা যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা এবং আমাদের সকল অধিকার প্রতিষ্ঠার জন্য আরেকবার লড়াই করি, আরেকবার যুদ্ধ করি। ফখরুল বলে, আমরা আমাদের নিজেদেরকে আরো বিকশিত করতে চাই, আমরা আমাদের ভবিষ্যত বংশধরের জন্য সত্যিকার অর্থেই একটা আবাসস্থল গড়ে তুলতে চাই যেখানে তারা মুক্ত অবস্থায় বাস করতে পারবে। আসুন সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। তিনি বলেন, আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না। আমরা ইতিহাসে যার যার অবস্থান সেটা দিতে চাই। নির্বাচন কমিশনের সমালোচনা করে ফখরুল বলেন, সবাই দেখুন প্রকাশ্যে প্রেসের সামনে প্রধান নির্বাচন কমিশনার আরেকজন নির্বাচন কমিশনারের সঙ্গে তর্কযুদ্ধে লিপ্ত হন? কোথাও নির্বাচন সুষ্ঠু হয় না। তাহলে এই নির্বাচন কমিশনের কী প্রয়োজন আছে? আলোচনা সভায় আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ১৯৭১ সালের ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছেন একসময় আপনাদের দলের লোক শাহজাহান সিরাজ। আমরা তা মেনে নিয়েছি। অবশ্য পরে তিনি আমাদের দলে যোগদান করেছেন। আমরা ৭ মার্চ মেনে নিয়েছি। আমাদের কাছে শিখেন কি করে উদার হতে হয়, মন বড় করতে হয়। আমরা শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের অবদানের কথা সব সময়ই বলি। কিন্তু আপনারা জিয়াউর রহমানের অবদানের কথা বলেন না। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দলের নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, মোস্তাফিজুর রহমান বাবুল, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম প্রমুখ।
×