ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হ্যান্ডবল রেফারিজ প্রতিভা অন্বেষণ কর্মসূচি

প্রকাশিত: ১৯:০২, ৩ মার্চ ২০২১

হ্যান্ডবল রেফারিজ প্রতিভা অন্বেষণ কর্মসূচি

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক মানের হ্যান্ডবল রেফারি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হওয়া হ্যান্ডবল রেফারিজ প্রতিভা অন্বেষণ কর্মসূচির ঢাকা জেলার কার্যক্রম বুধবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদানের মাধ্যমে শেষ হয়েছে । হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী ১৯ পুরুষ এবং ৮ নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ, সহ-সভাপতি মকবুল হোসেন, সহ-সভাপতি এসএম খালেক্জ্জুামান প্রমুখ। ঢাকা জেলার কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন নাসির উল্লাহ লাভলু। সহকারী প্রশিক্ষক ছিলেন মোহাম্মদ শফিক।
×