ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের জন্য সিইসি দায়ী ॥ রিজভী

প্রকাশিত: ১৭:৫১, ৩ মার্চ ২০২১

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের জন্য সিইসি দায়ী ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের জন্য তিনিই দায়ী। বুধবার সকালে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে মিরপুর-১১ ও মিরপুর-১০ এলাকায় দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, দেশে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী সিইসি। অথচ মঙ্গলবার সিইসি বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নাকি ইসির ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। কিন্তু আমরা মনে করি মাহবুব তালুকদার নয়, সিইসিই নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। কারণ, সিইসির নেতৃত্বে দেশ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিতারিত হয়েছে। সিইসির ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না। বরং নিজের অপকর্মের জন্য অনুশোচনা করতেন। রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিরপুর-১০ এ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হওয়ার পূর্বমূহুর্তে পুলিশ এসে বাধা দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করার চেষ্টা করলে সেখান থেকে পুলিশ ঢাকা মহানগর উত্তরের ৯১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল ও পল্লবী থানা বিএনপি নেতা মাসুদসহ ৪ জনকে আটক করে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, দফতর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ , রুপনগর থানা বিএনপির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মজিবুল হক প্রমুখ।
×