ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে সরিষার বাম্পার ফলন, মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:৪৫, ৩ মার্চ ২০২১

ঝালকাঠিতে সরিষার বাম্পার ফলন, মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় এ বছর রবি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। হেক্টর প্রতি দেড় মেট্রিকটন ফলন পাওয়া কৃষক লাভবান হয়েছে। ঝালকাঠি জেলায় এবছর লক্ষ্যমাত্র অতিক্রম করে ৪শ ৩০ হেক্টরে সরিষার আবাদ হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ব্লকে কৃষক আঃ লতিফ খানের চাষাবাদের উপরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ অঞ্চলে কৃষকরা বারি ও বিনা জাতের উচ্চ ফলনশীল সরিষার চাষ করছে। মঙ্গলবার বিকাল ৪টায় গাবখান গ্রামে লিয়াকত আলী খানের বাড়িতে মাঠ দিবস অনুষ্ঠানের ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ ফজলুল হক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদারের সভাপতিত্বে মাঠ দিবসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও তনিকা বিশ্বাস সফল সরিষা চাষি লতিফ খান এলাকার গণ্যমান ব্যক্তিদের মধ্যে কঞ্চন আলীফকির নুরুল হক হাওলাদার ও কৃষক কামরুল ইসলাম বক্তব্য রাখেন।
×