ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটের গুরক মন্ডল সীমান্ত মসজিদে দুই দেশের মুসল্লিরা নামাজ আদায় করে

প্রকাশিত: ১৬:২১, ৩ মার্চ ২০২১

লালমনিরহাটের গুরক মন্ডল সীমান্ত মসজিদে দুই দেশের মুসল্লিরা নামাজ আদায় করে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাট সীমান্তেরর শেষ প্রান্তরে ধরলা নদীর ওপারে গুরক মন্ডল গ্রাম। ভারতের মূল ভূখন্ডের কাঁটাতারের বেড়ার বাহিরে বাংলাদেশের উত্তর পাড়া গ্রামের গ্রাম্য মসজিদ কে ঘিরে প্রতিবেশী দেশের পৃথক দুইটি গ্রামের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতির অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এই গ্রাম দুইটির ধর্মপ্রাণ মুসল্লিগণ শতবর্ষ ধরে একই মসজিদে নামাজ আদায় করে আসছে। দুই দেশের কোন সীমারেখা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা হতে পারেনি। এই সীমান্তে এটা শতশত বছর ধরে অনুকরণীয় ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে আছে। এখানে কাঁটাতারের বেড়ার বহিরে বাংলাদেশের গ্রামের মানুষের মানবিক সহায়তায় ভারতীয় গ্রামের কয়েক শত পরিবার বসবাস করছে। বেশকিছু হিন্দু পরিবার সীমান্ত গ্রামটিতে সাচ্ছন্দ্যে বসবাস করছে। এখানে প্রতিবেশী, মানবিকতা ও ধর্মের জয় হয়েছে। এরা সবার উপর স্থান দিয়েছে সম্প্রীতির। বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তৈহীদ জানান, সীমান্তে নানা চ্যালেন্স, প্রাকৃতি ও ভৌগলিক দূর্বলতা থাকাটা স্বাভাবিক। প্রতিটি দেশের সীমান্তে এমন টা হয়। একেক দেশের একে ধরণের সীমান্ত সমিকরণ। দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী তার নিজ নিজ দেশের অভ্যন্তরে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করার স্বাধীনতা রাখে। এখানে সুস্পট আন্তর্জাতিক আইন রয়েছে। ব্যতিক্রম হলে সীমান্ত আইন লঙ্ঘনের মত অপরাধ। জানা মতে লালমনিরহাটের সীমান্তে তেমন কোন অপরাধ ঘটেনি।
×