ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫:৩২, ৩ মার্চ ২০২১

হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে ম্যারাথনে অংশগ্রহণকারীগণ শায়েস্তাগঞ্জ থানার সামন হতে দৌড় শুরু করে পুরান বাজার হয়ে প্রায় ৪ কিলোমিটার প্রদক্ষিণ করেন। এদিকে সকাল ৮ টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা হবিগঞ্জ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে হবিগঞ্জ জেলার বঙ্গবন্ধু ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এই ম্যারাথনে অংশগ্রহণ করেন সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বিজিবির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ক্রীড়াবিদসহ জেলার সর্বস্তরের মানুষ। ম্যারাথনে অংশগ্রহণকারীগণ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ হতে দৌড় শুরু করেন এবং হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে ৫ কিলোমিটার ব্যাপী ম্যারাথন সম্পন্ন করেন। এছাড়া শায়েস্তাগঞ্জে ম্যারাথনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রামাপদ দে ও শিক্ষক, সাংবাদিক, ক্রিড়াবিদসহ তৃণমূলের তিন শতাধিক লোকজন অংশগ্রহণ করেন। পরে ম্যারাথনে অংশগ্রহণকারী সেরা তিনজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
×