ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক ১৩

প্রকাশিত: ১৪:৫৮, ৩ মার্চ ২০২১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক ১৩

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ১৩ জনকে বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। মহেশপুরের খোশালপুর সীমান্তের ৬০/১০৫ আর হতে বাংলাদেশের সীমানার ভিতর থেকে মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে। আজ বুধবার সকালে তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে। আটককৃতরা হলো, বাগেরহাট শরনখোলার খুন্তাকাটা গ্রামের আলকাস হাওলাদারের ছেলে জলিল হাওলাদার (৫০), জলিল হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম (৪৫), জলিল হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার (২৫), মোড়েলগঞ্জ চরহুগলাবুনিয়ার শেখ আবুল কাশেমের ছেলে আব্বাস আলী (৪২) ঢাকা কামরাঙ্গীরচর বড়গ্রামের মোহাম্মদ শেখের ছেলে মোঃ সেলিম শেখ (৭৭), নবীনগরের আনোয়ার হেসোনের ছেলে নিরব হোসেন (২৫), হাসু দেওয়ানের ছেলে আলম দেওয়ান (৫৪), আশুলিয়া সাভার ভেন্ডাভর গ্রামের ছাব্বির আলীর ছেলে মোঃ আবেদ আলী (৩৩), আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম (৩৬), হবিগঞ্জের নয়াপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (১৮), নুর আলী শাহ’র মেয়ে শামছুন নেহার (৫০), বগড়া বেজপাড়া গ্রামের নাসেরের স্ত্র লাভলী আক্তার (৫০)। অবৈধভাবে পারাপারে সহায়তাকারী হিসাবে ঝিনাইদহের মহেশপুরের বেগমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন আলীকে ১টি নসিমনসহ আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।
×