ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু আরচারি শুরু

প্রকাশিত: ২৩:৪৫, ৩ মার্চ ২০২১

বঙ্গবন্ধু আরচারি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় আরচারির কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা মঙ্গলবার কক্সবাজারে শুরু হয়েছে। প্রথমদিনে রিকার্ভ পুরুষ এককে রামকৃষ্ণ সাহা (বিমানবাহিনী) ৬৫৭ স্কোর, রিকার্ভ মহিলা এককে মেহেনাজ আক্তার মনিরা (আর্মি আরচারি ক্লাব) ৬১৫ স্কোর, রিকার্ভ পুরুষ দলগত বাংলাদেশ আনসার (রোমান সানা, শাকিব মোল্লা ও ইমদাদুল হক মিলন) ১৯২৪ স্কোর, রিকার্ভ মহিলা দলগত ঢাকা আর্মি আরচারি ক্লাব (মেহেনাজ আক্তার মনিরা, রাবেয়া আক্তার ও নাসরিন আক্তার) ১৭৫৬ স্কোর, রিকার্ভ মিশ্র দলগত পুলিশ আরচারি ক্লাব (তামিমুল ইসলাম ও ইতি খাতুন) ১২৬০ স্কোর, কম্পাউন্ড পুরুষ এককে অসীম কুমার দাস (পুলিশ আরচারি ক্লাব) ৬৮৪ স্কোর, কম্পাউন্ড মহিলা এককে রোকসানা (আর্মি আরচারি ক্লাব) ৬৯০ স্কোর, কম্পাউন্ড পুরুষ দলগত ঢাকা আর্মি আরচারি ক্লাব (জোবেদ আলম, মিঠু রহমান ও সোহেল রানা) ২০২৭ স্কোর, কম্পাউন্ড মহিলা দলগত ঢাকা আর্মি আরচারি ক্লাব (রোকসানা আক্তার, সুস্মিতা বণিক ও তানিয়া রীমা) ২০২৭ স্কোর এবং কম্পাউন্ড মিশ্র দলগত ঢাকা আর্মি আরচারি ক্লাব (মিঠু রহমান ও রোকসানা আক্তার) ১৩৭১ স্কোর করে প্রথম স্থান অধিকার করেন। তৃতীয় বিভাগ ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় বিভাগ ফুটবল লীগে সোমবার জয় কুড়িয়ে নিয়েছে কিংস্টার স্পোর্টিং ক্লাব। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারায় আলমগীর সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘকে। জয়ী দলের মেহেদী হাসান ও মিরাজুল ইসলাম ১টি করে গোল করেন। অপর ম্যাচে লালবাগ স্পোর্টিং ক্লাব গোলশূন্য ড্র করে বিক্রমপুর কিংসের সঙ্গে। শন উইলিয়ামসের ফিফটি স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবীতে নিজেদের মধ্যে প্রথম ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলছে আফগানিস্তান ও জিম্বাবুইয়ে। যেখানে প্রথমদিনই ছিল বোলারদের দাপট। টস জিতে ব্যাটিং নেয়া আসগর আফগানের দল ৪৭ ওভারে ১৩১ রানে অলআউট হয়। ইব্রাহিম জাদরান ৩১, আফসার জাজাই ৩৭ ও আমির হামজা অপরাজিত ১৬ রান করেন। জিম্বাবুইয়ের হয়ে পেসার মুজরাবানি ৪ ও নইচু নেন ৩ উইকেট। জবাবে ৩৯ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানে প্রথমদিন শেষ করে জিম্বাবুইয়ে। সিকান্দার রাজা আউট হয়েছেন ৪৩ রান করে। ব্যক্তিগত ৫৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক শন উইলিয়ামস।
×