ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩-০ করতে চায় কিউইরা

প্রকাশিত: ২৩:৪৫, ৩ মার্চ ২০২১

৩-০ করতে চায় কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে শক্তিধর দুই প্রতিবেশী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি২০ ঘিরে ছিল বাড়তি আগ্রহ। কিন্তু প্রথম দুই ম্যাচ জিতে সিরিজটাকে প্রায় এতরফা বানিয়ে ফেলেছে কেন উইলিয়ামসনের দল। ডুনেডিনে কিউইদের ১৮৪ রানের জবাবে ১৩১ রানে অলআউট এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া হারে ৫৩ রানে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটা ছিল হাইভোল্টেজ। যেখানে ৭ উইকেটে করা নিউজিল্যান্ডের ২১৯ রানের জবাবে ৮ উইকেটে ২১৫ রান করে মাত্র ৪ রানে হারে সফরকারী অসিরা। আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আজ তৃতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত করতে চান, ‘প্রথম দুই ম্যাচে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি। আমাদের লক্ষ্য ৩-০তে সিরিজ নিশ্চিত করা। এই বছর টি২০ বিশ্বকাপ সামনে রেখে এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অস্ট্রেলিয়া শক্তিশালী দল। আমাদের তাই সেরাটাই দিতে হবে।’ কিউইরা যখন আত্মবিশ্বাসী অন্যদিকে তখন বেশ চাপে অস্ট্রেলিয়া। হারলেই সিরিজ শেষ সফরকারীদের। ব্যাট হাতে একদমই ছন্দে নেই ফিঞ্চ। আগের দুই ম্যাচে আউট হয়েছেন ১ ও ১২ রানে। যদিও দুদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে নিশ্চিত করা হয়েছে ভারতে এ বছর টি২০ বিশ্বকাপে ফিঞ্চই দলকে নেতৃত্ব দিবেন। উল্লেখ্য, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারসহ তারকা ক্রিকেটারদের ছাড়াই সিরিজটা খেলছে অস্ট্রেলিয়া।
×