ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আপন জুয়েলার্সের বিরুদ্ধে কর ফাঁকি মামলার চার্জ দাখিল

প্রকাশিত: ২৩:২৬, ৩ মার্চ ২০২১

আপন জুয়েলার্সের বিরুদ্ধে কর ফাঁকি মামলার চার্জ দাখিল

স্টাফ রিপোর্টার ॥ বহুল আলোচিত আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে করা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রমনা থানায় মানিলন্ডারিং আইনে করা মামলায় অভিযোগপত্র দাখিল করেছেন সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন। গত ২৩ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন। মঙ্গলবার আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আপন জুয়েলার্স বিভিন্ন সময় সাড়ে ১৩ মণ সোনা ও পৌনে ৮ হাজার ডায়মণ্ড কিনতে গিয়ে ১৯০ কোটি ৭৮ লাখ টাকা পাচার করেছে। এতে কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৫২ লাখ টাকা। রাজস্ব ফাঁকি দিয়ে এসব অর্থপাচার করা হয়।
×