ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাসানচরের উদ্দেশে ২২শ’ রোহিঙ্গা চট্টগ্রামে

প্রকাশিত: ২৩:২২, ৩ মার্চ ২০২১

ভাসানচরের উদ্দেশে ২২শ’ রোহিঙ্গা চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার, নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী ও সংবাদদাতা, উখিয়া ২ মার্চ ॥ উখিয়া- টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবির থেকে পঞ্চম দফায় তিন হাজারের অধিক রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১টায় ১ হাজার ৭৩ রোহিঙ্গা ও বিকেল সাড়ে ৩ টায় আরও ২১টি বাসযোগে ১ হাজার ১২৭ জন রোহিঙ্গাকে উখিয়ার ডিগ্রী কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে নিয়ে যাওয়া হয়েছে। মোট ২ হাজার ২ শ’ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উখিয়া থেকে চট্টগ্রামে পৌঁছেছে বলে সন্ধ্যায় নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। জানা যায়, মঙ্গলবার দুপুর ১টা ও বিকেল সাড়ে ৩ টায় উখিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে রোহিঙ্গা ভর্তি এসব বাস উখিয়া ত্যাগ করেছে। প্রশাসন ভাসানচরের যাওয়ার উদ্দেশে উখিয়া ডিগ্রী কলেজ মাঠ ট্রানজিট পয়েন্ট ক্যাম্পে তাদের খাবার, পানি ও ওষুধ দেন। মঙ্গলবার ভোর থেকে ২০টি মিনিবাসে করে উখিয়া- টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রী কলেজ ট্রানজিট পয়েন্ট ক্যাম্পে নিয়ে আসা হয় রোহিঙ্গাদের। মাল বহনকারী ১১টি কার্গো রোহিঙ্গাদের সঙ্গে ছিল। এছাড়াও রোহিঙ্গা বহরের আগে পেছনে রয়েছে এ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক গাড়ি। কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, স্বেচ্ছায় আগ্রহী প্রায় তিন হাজারেরও বেশি রোহিঙ্গা পঞ্চম দফায় ভাসানচর যাচ্ছে। এসব রোহিঙ্গাকে বুধবার (৩ মার্চ) চট্টগ্রাম থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ট্রলারে করে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হবে। নোয়াখালী ॥ এদিকে নোয়াখালীর ভাসানচরে আজ আসছে ১ হাজার ৭শ’ রোহিঙ্গা। নোয়াখালীর ভাসানচরে ৫ম দফায় আগত সাড়ে তিন হাজার রোহিঙ্গার মধ্যে আজ দুপুরে ১ হাজার ৭শ’ রোহিঙ্গা (কম-বেশি) ভাসানচর পৌঁছবে। বাকি ৫শ’ রোহিঙ্গা আগামীকাল ভাসানচর পৌঁছবে।
×