ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সারাদেশে টিকা নিলেন আরও এক লাখ ১৫ হাজার মানুষ

প্রকাশিত: ২৩:১৪, ৩ মার্চ ২০২১

সারাদেশে টিকা নিলেন আরও এক লাখ ১৫ হাজার মানুষ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে মঙ্গলবার টিকা নিলেন আরও এক লাখ ১৫ হাজার মানুষ। গত ২৭ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জনে। টিকা দেয়ার জন্য নিবন্ধনকারীর সংখ্যা ৪৪ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৭৭৩ জনের মধ্যে। তবে কারও ক্ষেত্রে গুরুতর কিছু ঘটার খবর এখনও আসেনি বলে জানিয়েছে অধিদফতরের মেডিক্যালে ইনফরমেশন সার্ভিসেস বিভাগ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক(এমআইএস) অধ্যাপক ডাঃ মিজানুর রহমান জনকণ্ঠকে জানান, মঙ্গলবার সারাদেশে টিকা গ্রহণকারী ১ লাখ ১৪ হাজার ৬৮০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪২ হাজার ৫৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ২১ হাজার ৪৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৮৭০ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৮৪৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৩৫৪ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩০৬ জন এবং সিলেট বিভাগে ৪ হাজার ৬৬৯ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এভাবে বিভাগভিত্তিক পর্যালোচনায় গত ২৭ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ঢাকায় ১০ লাখ ৮৭ হাজার ৮১ জন, চট্টগ্রামে ৭ লাখ ২৬ হাজার ৬৯ জন, ময়মনসিংহে ১ লাখ ৪২ হাজার ৮৯৮ জন, রাজশাহীতে ৩ লাখ ৬৬ হাজার ২২৯ জন, রংপুরে ৩ লাখ ৩ হাজার ৭৮০ জন, খুলনায় ৪ লাখ ১৭ হাজার ৪৭৬ জন, বরিশালে ১ লাখ ৫৬ হাজার ২৩৭ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ১ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত দেশে মোট ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন পুরুষ এবং ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন নারী করোনা টিকা গ্রহণ করেছেন। বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে এ টিকার দুটি ডোজ নিতে হবে। সরকারের কেনা এ ভ্যাকসিনের তিন কোটি ডোজের মধ্যে প্রথম ৫০ লাখ ডোজ গতমাসে হাতে আসার পর প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন। এছাড়া ভারতের উপহার হিসেবে আরও ২০ লাখ ডোজ অক্সফোর্ডের টিকা পেয়েছে বাংলাদেশ। ফেব্রুয়ারির শেষদিকে আরও ২০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে।
×