ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বল্প মূলধনী ১২ আইটি কোম্পানির সঙ্গে বিএসইসির বৈঠক

প্রকাশিত: ২১:৪১, ৩ মার্চ ২০২১

স্বল্প মূলধনী ১২ আইটি কোম্পানির সঙ্গে বিএসইসির বৈঠক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে আগ্রহী দেশের স্বল্প মূলধনী ১২টি প্রযুুক্তি বা ইনফরমেশন কোম্পানি (আইটি) নিয়ে বৈঠক করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনের অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। কোম্পানিগুলো হলো- সেবা ডট এক্সওয়াইজেড, চাল-ডাল, যান্ত্রিক, ল্যান্ডনক, হ্যালো টাস্ক, বনডেস্টিন টেকনোলোজিস, ব্রোইনস্টেশন ২৩, ই-কুরিয়ার, কাশ ফুড, সেমড, ডিভাইন আইটি ও এনানোভাস আইটি। বৈঠকে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমসহ কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে স্বল্প মূলধনী কোম্পানিগুলো কীভাবে পুঁজিবাজারের স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে কোম্পানিগুলোকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এদিকে কোম্পানিগুলো জানিয়েছে, স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানিগুলো। তবে এ বিষয়ে তাদের তেমন কোন অভিজ্ঞতা নেই। তাই সহজেই কোম্পানিগুলো যেন স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে পারে সে বিষয়ে কমিশনকে কর্মশালা আয়োজনের দাবি জানানো হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের স্বল্প মূলধনী ১২টি টেকনোলোজি কোম্পানির প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে কমিশন। বৈঠকে তারা কীভাবে পুঁজিবাজারের স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন কোম্পানিগুলোকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
×