ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা শিক্ষকের চাকরীকাল নিয়ে বঞ্চনার অভিযোগ

প্রকাশিত: ২১:২৪, ২ মার্চ ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা শিক্ষকের চাকরীকাল নিয়ে বঞ্চনার অভিযোগ

জবি সংবাদদাতা ॥ মুক্তিযোদ্ধা হিসেবে বর্ধিত ১ বছর বর্ধিত চাকুরীকালের সুবিধা না দেওয়ায় বঞ্চিত হয়েছেন বলে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদে ডীন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আনোয়ারা বেগম।। মঙ্গলবার তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অব্যাহতি দেয়ার পর তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এ অফিস আদেশে জানানো হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এস.এম. আনোয়ারা বেগম পি.আর.এল এ গমন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন- ২০০৫ এর ২৪(২) ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য উক্ত বিভাগের নতুন চেয়ারম্যান ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জেষ্ঠতার ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ২২(৫) উপধারা অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীকে নিযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধা ড. আনোয়ারা বেগম বলেন,ঢাকা,রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা শিক্ষকরা বর্ধিত ১ বছরের সুবিধা পাচ্ছেন। আমি তথ্য প্রমাণসহ সকল কাগজপত্র জমা দিয়েও পায়নি। ২০১৪ সালের জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশে এ সুবিধা দেয়ার কথা বলা হয়েছে। আমাকে এ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।
×