ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়িতে এ্যাম্বুলেন্স থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ২০:২৫, ২ মার্চ ২০২১

যাত্রাবাড়িতে এ্যাম্বুলেন্স থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে রোগী পরিবহনে ব্যবহৃত এ্যাম্বুলেন্সে বহন করা হচ্ছিলো গাঁজার চালান। মাদক ব্যবসায়ীদের মধ্যেই কাউকে মুমূর্ষ রোগী সাজিয়ে গন্তব্যে পৌঁছে দেয়া হতো সেই চালান। এরকমই এ্যাম্বুলেন্সে মাদকের চালানের সময় জাহাঙ্গীর (৩৩) ও জালাল (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় এ্যাম্বুলেন্স থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক জানান, কতিপয় মাদক ব্যবসায়ীরা এ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগীর অভিনয় করে দাউদকান্দি থেকে মাদকের চালান নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার গভীররাতে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ওই এ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এএসপি ফারজানা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এই পন্থায় মাদক পরিবহন করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার ফারজানা।
×