ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামালপুরে আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ১২ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১৯:৪৩, ২ মার্চ ২০২১

জামালপুরে আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ১২ লাখ টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর সদরে অগ্নিকান্ডে একটি আশ্রয়ন প্রকল্পে আশ্রিত ১০টি অসহায় পরিবারের ঘর ও সহায়সম্বল পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভালুকা রানিপুকুরপাড় আশ্রয়ন প্রকল্পে আশ্রিতদের একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর ইউনিয়নের ভালুকা রানিপুকুরপাড় আশ্রয়ন প্রকল্পে ৩০টি পরিবারকে ঘরসহ আশ্রয় দিয়েছে সরকার। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আশ্রয়ন প্রকল্পের একটি টিনের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আকস্মিক আগুন লেগে যায়। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১০টি ঘরের টিনের চাল ও বেড়া এবং ঘরের যাবতীয় মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আরো ২০টি ঘর রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিস জামালপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. আফছার উদ্দিন জন জানান, অগ্নিকা-ের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেই। অগ্নিকা-ে ১০টি পরিবারের প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ সময় আরও ২০টি ঘর আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন জনকণ্ঠকে জানান, তিনি মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ১০টি অসহায় পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে পুনর্বাসনের জন্য ক্ষয়ক্ষতির তালিকা করে ঢাকায় আশ্রয়ন প্রকল্পের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে জানানো হবে বলেও জানান ইউএনও।
×