ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু

প্রকাশিত: ১৯:৪৩, ২ মার্চ ২০২১

বঙ্গবন্ধু জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা মঙ্গলবার থেকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। এই আসরে ৪০ খেলার প্রথম দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ এককে রামকৃষ্ণ সাহা (বাংলাদেশ বিমান বাহিনী) ৬৫৭ স্কোর করে, রিকার্ভ মহিলা এককে মেহেনাজ আক্তার মনিরা (ঢাকা আর্মি আরচারি ক্লাব) ৬১৫ স্কোর করে, রিকার্ভ পুরুষ দলগততে বাংলাদেশ আনসার (রোমান সানা, শাকিব মোল্লা ও ইমদাদুল হক মিলন) ১৯২৪ স্কোর করে, রিকার্ভ মহিলা দলগততে ঢাকা আর্মি আরচারি ক্লাব (মেহেনাজ আক্তার মনিরা, রাবেয়া আক্তার ও নাসরিন আক্তার) ১৭৫৬ স্কোর করে, রিকার্ভ মিশ্র দলগততে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব (তামিমুল ইসলাম ও ইতি খাতুন) ১২৬০ স্কোর করে, কম্পাউন্ড পুরুষ এককে অসীম কুমার দাস (বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব) ৬৮৪ স্কোর করে, কম্পাউন্ড মহিলা এককে রোকসানা (ঢাকা আর্মি আরচারি ক্লাব) ৬৯০ স্কোর করে, কম্পাউন্ড পুরুষ দলগততে ঢাকা আর্মি আরচারি ক্লাব (জোবেদ আলম, মিঠু রহমান ও সোহেল রানা) ২০২৭ স্কোর করে, কম্পাউন্ড মহিলা দলগততে ঢাকা আর্মি আরচারি ক্লাব (রোকসানা আক্তার, সুস্মিতা বণিক ও তানিয়া রীমা) ২০২৭ স্কোর করে এবং কম্পাউন্ড মিশ্র দলগততে ঢাকা আর্মি আরচারি ক্লাব (মিঠু রহমান ও রোকসানা আক্তার) ১৩৭১ স্কোর করে প্রথম স্থান অধকার করেন। প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল।
×