ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে তিন পুলিশের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

প্রকাশিত: ১৫:৪৮, ২ মার্চ ২০২১

কক্সবাজারে তিন পুলিশের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ঘরে ঢুকে পিস্তল ঠেকিয়ে এক মহিলাকে জিন্মি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক এসআইসহ তিন পুলিশকে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রেকর্ড করা হয়েছে। সোমবার বিকেলে শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। শহরের বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা আক্তার জানান, তিন পুলিশ আমার বসতবাড়ীতে প্রবেশ করে আমাকে অস্ত্রেরমূখে জিন্মি করে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার সময় আমার চিৎকারে লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের সহযোগিতায় এক পুলিশ সদস্যকে আটকানো সম্ভব হয়। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে ঘটনা প্রত্যক্ষ করে। গ্রেফতার করে নিয়ে যায় ওই পুলিশ সদস্যকে। এর পর আরও দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিন পুলিশ সদস্য হচ্ছেন-এসআই নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। থানা সূত্রে জানা যায়, বাদীর এজাহার পেয়ে দ্রুত বিচার আইনে মামলা রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন গ্যাসের দোকানি। তার স্বজন থেকে তিন লাখ টাকা সংগ্রহ করে ঘরে আসে। বিকেলে ৫-৬ জন সাদা পোষাকধারী পুলিশ তাকে ইয়াবা কারবারি আখ্যা দিয়ে মোটা অঙ্কের টাকা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রোজিনার মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। এ সময় রোজিনার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অটোরিকশা থেকে একজনকে ধরে ফেলে। পরে ৯৯৯ ফোন করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পরে সোমবার রাতে পুলিশ সুপার মো: হাসানুজ্জামানের নির্দেশে তিন পুলিশ সদস্যসগ জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
×