ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপেক্ষায় আছে ৫০ হাজার

কাল, পরশু আরও সাড়ে তিন হাজার রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছে

প্রকাশিত: ২৩:১৬, ২ মার্চ ২০২১

কাল, পরশু আরও সাড়ে তিন হাজার রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছে

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহে দুইদিনে উখিয়া টেকনাফের আশ্রয় শিবির থেকে সাড়ে তিন হাজার রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছে। আগামী কাল বুধবার ও আগামী বৃহস্পতিবার কয়েকটি শিবির থেকে পঞ্চম দফায় ভাসানচরে যাচ্ছে এসব রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু। জানা গেছে, ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা সংশ্লিষ্ট ক্যাম্পে দায়িত্বরত সিআইসির নিকট নিজেদের নামের তালিকা জমা দেয়ার পর ওইসব রোহিঙ্গাকে প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ মাঠের ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। ক্যাম্প থেকে আনতে তাদের জন্য বাস গাড়ি ফ্রি দেয়া হয়। পঞ্চম দফায় স্বেচ্ছায় ভাসানচরে যেতে রোহিঙ্গারা এই মাসের ৩ ও ৪ মার্চ চট্টগ্রাম হয়ে ভাসানচরে পৌঁছবে বলে সূত্র জানিয়েছে। রোহিঙ্গা নেতা হাফেজ জালাল আহমদ জানান, খুশি মনে রোহিঙ্গারা ভাসানচরে যাওয়ার উদ্দেশে আগেই তাদের নিবন্ধন অনুসারে নামের তালিকা ক্যাম্প ইনচার্জের কাছে জমা দিয়েছে। মূলত তারাই ভাসানচরে যাচ্ছে। তিনি বলেন, ইচ্ছা করলেও হঠাৎ ভাসানচরে যাওয়া যায়না। যেহেতু রোহিঙ্গাদের জন্য ক্যাম্পভিত্তিক একটা নিবন্ধন রয়েছে, সেই নিবন্ধন অনুসারে তালিকা মতে ওই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হয়ে থাকে। বর্তমানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। তারা সেখানে সুখে শান্তিতে বাস করছে বলে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা জানিয়েছে। স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহ প্রকাশ করে বিভিন্ন ক্যাম্পে অপেক্ষায় রয়েছে আরও প্রায় ৫০ হাজার রোহিঙ্গা।
×