ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে খেলতে গিয়ে গলায় ওড়নার ফাঁস ॥ শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩:০৯, ২ মার্চ ২০২১

রাজধানীতে খেলতে গিয়ে গলায় ওড়নার ফাঁস ॥ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ফারজানা আক্তার মিম (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম ওয়াহিদ গাজী। গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের ভাটিয়ালপুর গ্রামে। পরিবারের সঙ্গে দক্ষিণ দনিয়ায় থাকত সে। মুরাদপুরে একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ত মিম। মিমের ভাই মহরম গাজী বলেন, রবিবার রাতে আমি জরুরী কাজে বাসার বাইরে যাই। বাসায় কেউ না থাকায় দারোয়ানের মেয়ের সঙ্গে মিম খেলছিল। খাটের ওপর দুজন ওড়না দিয়ে খেলার সময় হঠাৎ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে যায়। এতে মিমের গলায় ফাঁস লেগে ফ্যানের সঙ্গে ঝুলে থাকে। পরে বাসায় এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাই। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবা ওয়াহিদ গাজী জানান, তিনি এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। মিমের মা ও বড় ভাইও বাসার বাইরে ছিল। পাশের বাসার এক মেয়ের সঙ্গে নিজেদের বাসাতেই খেলছিল মিম। কিছুক্ষণ পর পাশের বাসার ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে বাসায় যাই। গিয়ে জানতে পারি, মিমকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওয়াহিদ গাজী বলেন, বাসায় বিছানার ওপর বসে খেলার সময় তার গলার ওড়নার একপাশ সিলিং ফ্যানের সঙ্গে আটকে যায়। এতে তার গলায় ফাঁস লাগে বলে মিমের সঙ্গে খেলা মেয়েটির কাছে শুনতে পেরেছি।
×