ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর হাত ধরেই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১:৪৮, ১ মার্চ ২০২১

বঙ্গবন্ধুর হাত ধরেই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ বঙ্গবন্ধুর হাত ধরেই দেশের ইতিহাস, ঐতিহ্য, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে আমরা ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। সোমবার বিকেলে সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোকজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগ্রহে ১ শত ৪৭ কোটি টাকার বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে ১ শত কোটির টেন্ডার হয়েছে। দ্রুত ফাউন্ডেশনের উন্নয়নের কাজ শুরু হবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নিবাহী কর্মকর্তা আতিকুর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সদস্য জাকির হোসাইন প্রমূখ। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ১মার্চ সোমবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বাংলাদেশের পল্লী অঞ্চল থেকে কারুশিল্পী মেলায় প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। এর মধ্যে নওগাঁও ও মা-রার শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি, চট্টগ্রামের তালপাখা ও নক্শি পাখা, রংপুরের শত রঞ্জি, সোনারগাঁওয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারু শিল্প, নক্শিকাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, নক্শি হাতপাখা, সিলেট ও মুন্সিগঞ্জের শীতল পাটি, কুমিল্লার তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারু পণ্য, কিশোরগঞ্জের টেরা কোটা শিল্প, সোনারগাঁওয়ের পাটের কারু শিল্প, নাটোরের শোলার মুখোস শিল্প, মুন্সিগঞ্জের পট চিত্র, ঢাকার কাগজের হস্ত শিল্পসহ মোট ৭৫টি স্টল থাকছে। এছাড়াও লোক কারু শিল্প মেলা ও লোকজউৎসবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালী গান, জারি-সারি ও হাছন রাজার গান, লালন সংগীত, মাইজভান্ডারী গান, মুর্শিদী গান, আলকাপ গান, গাঁয়ে হলুদের গান, বান্দরবান, বিরিশিরি, কমলগঞ্জের-মণিপুরী ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতি গান, ছড়া পাঠের আসর, পুঁথি পাঠ, গ্রামীণ খেলা, লাঠি খেলা, দোক খেলা, ঘুড়ি ওড়ানো, লোকজ জীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি থাকবে।
×