ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্সি বিভ্রাটের গোলবন্যার ম্যাচে ব্রাদার্সের জয়

প্রকাশিত: ২১:১৫, ১ মার্চ ২০২১

জার্সি বিভ্রাটের গোলবন্যার ম্যাচে ব্রাদার্সের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সোমবার বড় জয় কুড়িয়ে নিয়েছে দুই বারের লিগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের খেলায় তারা ৫-২ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। ব্রাদার্সের ফয়সাল মাহমুদ জোড়া গোল করেন। ১টি করে গোল করেন সিও জুনাপিও, স্যামসন ইলিয়াসু এবং মেজবাহ উদ্দিন। আরামবাগের ইব্রাহিম মোরো এবং নিহাত জামান উচ্ছ্বাস ১টি করে গোল করেন। নিজেদের ১১তম ম্যাচে এটা গোপীবাগের দল ও দ্য অরেঞ্জ ব্রিগেড' খ্যাত ব্রাদার্সের প্রথম জয়। ৫ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের সেই আগের দ্বাদশ স্থানেই। পক্ষান্তরে সমান ম্যাচে এটা আরামবাগের দশম হার। এখনও জয়হীন তারা। মাত্র ১ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে তলানিতে থেকে রেলিগেশনের ঝুঁকিতে বেশ ভালভাবেই আছে তারা! এই ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা দুটি। একটি হলো দুই দলই ১টি করে গোল করেছে সরাসরি কর্নার থেকে। আরেকটি হলো জার্সির রঙ বিভ্রাট। ম্যাচ শুরুর সময় দেখা যায় উভয দলের জার্সির রঙই প্রায় একইরকমের। ফলে কোনটা কোন্ দল, তা চিনতে হিমশিম খেতে হয়েছে প্রেসবক্সে কর্মরত ক্রীড়া সাংবাদিকদের। বিরতির পর আরামবাগ তাদের শর্টস পাল্টালে (সাদা রংয়ের) সমস্যার কিছুটা সমাধান হয়। ম্যাচ শেষে বাফুফে সূত্রে জানা গেছে, ম্যাচের আগে রেফারিজ কমিটির কাছে উভয় দলকেই দুই জোড়া করে জার্সি জমা দিতে হয়। সেগুলো দেখে কমিটি ঠিক করে দেন কোন দল কোন রংয়ের জার্সি পড়বে। কিন্তু সোমবার ম্যাচের আগে ব্রাদার্স-আরামবাগ দুই দলই দুই জোড়ার পরিবর্তে এক জোড়া জার্সি জমা দেয় এবং তাদের সেই জার্সির রঙও প্রায় মিলে যায়। এতে শাস্তিযোগ্য অপরাধ করেছে দুই দল। ম্যাচ কমিশনার রিপোর্ট জমা দিলে বাফুফে এই দুই ক্লাবের বিরুদদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে নিশ্চিতভাবেই।
×