ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মডার্নার কাছে শেয়ার বিক্রি করছে অ্যাস্ট্রাজেনেকা

প্রকাশিত: ১৯:১৭, ১ মার্চ ২০২১

মডার্নার কাছে শেয়ার বিক্রি করছে অ্যাস্ট্রাজেনেকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রভিত্তিক জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার কাছে নিজেদের ৭.৭ শতাংশ শেয়ার বিক্রি করেছে ব্রিটিশ-সুইডিশ বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা দ্য টাইমসের বরাতে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাসের টিকা বিক্রির মধ্য দিয়ে মডার্নার শেয়ারের দর বেড়ে যায়। এর পরপরই এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের শেয়ার মডার্নার কাছে বিক্রির সিদ্ধান্ত নেয় অ্যাস্ট্রাজেনেকা। টাইমসের প্রতিবেদনে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকা কবে মডার্নার কাছে শেয়ার বিক্রি করল, তা স্পষ্ট নয়। অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রে মডার্নার সঙ্গে অংশীদারত্ব থাকছে অ্যাস্ট্রাজেনেকার। এ ছাড়া করোনা স্থানিক পর্যায়ে চলে এলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিজেদের উদ্ভাবিত টিকা ভবিষ্যতে বাণিজ্যিক ভিত্তিতে বিক্রি করবে কোম্পানিটি। জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, এ বছর ১৮ দশমিক ৪ বিলিয়ন ডলার মূল্যের করোনার টিকা বিক্রির আশা করছে তারা।
×