ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রাক ধাক্কায় সিএনজি অটোরিক্সা আরোহী নানী-নাতনি নিহত

প্রকাশিত: ১৯:০৭, ১ মার্চ ২০২১

ট্রাক ধাক্কায় সিএনজি অটোরিক্সা আরোহী নানী-নাতনি নিহত

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর মিরপুরের রূপনগর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত নানী-নাতনির মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, সালমা বেগম (৫৫) ও তার নাতনি রিনিতা মনি (১২)। এই ঘটনায় একই পরিবারের দু’জন গুরুতর আহত হয়েছে। নিহত রিনিতার খালা শিউলি আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি রংপুর কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামে। তিনি থাকেন আশুলিয়ায়। তার মা সালমা, ভাগ্নি রিনিতা ও তার বড় বোন এলিনা জাহান রিমা (১৩) গ্রামে থাকেন। তিনদিন আগেই নানীর সঙ্গে দুই বোন আদাবর ১০ নম্বর বালুর মাঠে নানা বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে সোমবার ভোরে ভাই মোঃ খালেক (৩২) সিএনজি অটোরিক্সায় করে মা সালমা, দুই বোনের মেয়ে রিনিতা ও রিমাকে নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় আমার বাসায় আসছিলো। পথিমধ্যে রূপনগর বেড়িবাঁধ পাম্প হাউজ সংলগ্ন রাস্তায় পেছন থেকে একটি ট্রাক তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সবাই গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রথমে ভাগ্নি রিনিতা মনিকে মৃত ঘোষণা করেন। সেখানে অবস্থা অবনতি হলে মা সালমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। শিউলি বেগম বলেন, পরে ভাই খালেক ও আরেক ভাগ্নি রিমাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ লোকমান হোসেন জানান, তারা আদাবর বালুরমাঠ এলাকায় থাকেন। ভোর ৬টার দিকে রূপনগর বেড়িবাঁধ পাম্প হাউজ সংলগ্ন রাস্তায় একটি ট্রাক যাত্রাবাহী সিএনজি অটোরিক্সা পেছন থেকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে রিনিতা নামে কিশোরী আহত। পরে ঢামেক হাসপাতালে তার নানী সালমার মৃত্যু হয়। এসময় আহত হন নিহত রিনিতার বড় বোন রিমা ও অটোরিক্সা চালক তাদের মামা খালেক। তারা চারজনই একই পরিবারের। খবর পেয়ে শিশু রিনিতার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আর তার নানী সালমার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এসআই লোকমান হোসেন জানান, আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
×